Header Ads

২৬টি পরিবারকে ত্রাণ দিয়ে ছবি তুলে ত্রাণ কেড়ে নিলেন চেয়ারম্যান


       MBC NEWS

      MRIDUL KAZI

07 April 2020





ত্রাণ দেওয়ার ছবি তোলার পর ২৬টি পরিবারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার অ’ভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বি’রুদ্ধে।





এর প্রতিবাদ করতে গিয়ে চেয়ারম্যান ও তার লোকজনের হাতে মা’রধরের শিকার হয়েছেন অসহায় পরিবারগুলো।





গতকাল দুপুরে হাটহাজারী উপজে’লার মির্জা’পুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মা’রধরের শিকার পরিবারগুলো এ ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। অ’ভিযুক্ত নুরুল আবছার হাটহাজারী উপজে’লা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার বি’রুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ এবং নানা অনিয়ম ও দু’র্নীতির অ’ভিযোগ রয়েছে।





হাটহাজারী উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) রুহুল আমিন জানান, মির্জা’পুরের চেয়ারম্যান ত্রাণের কথা বলে লোকজনকে পরিষদে নিয়ে যান। তাদের ত্রাণ দেওয়ার পর তা আবার কেড়ে নেন। অসহায় ২৬টি পরিবারের লোকজন উপজে’লা পরিষদে এসে কা’ন্নাকাটি করতে থাকেন। পরে সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া হয়।





মা’রধরের শিকার কয়েকজন জানান, গতকাল সকালে ত্রাণ দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যান নুরুল আবছার ও তার লোকজন ত্রাণ দেওয়ার কথা বলে ছবি তোলেন। ছবি তোলার পর চেয়ারম্যানের ছোট ভাই মিজানুর রহমান টিপু ও তার লোকজন প্রদান করা ত্রাণগুলো কেড়ে নেয়। এর প্রতিবাদ তারা সবার ওপর হা’মলা করে। পরে তারা উপজে’লা নির্বাহী কর্মক’র্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে বি’ক্ষোভ করেন তারা। এ সময় উপজে’লা নির্বাহী কর্মক’র্তা ২৬টি পরিবারকে ত্রাণ দেন।


  Mridul Kazi
  mbc new

No comments

Powered by Blogger.