Header Ads

রাতের আঁধারে মধ্যবিত্ত পরিবারে দরজায় নক করে খাদ্য সামগ্রী বিতরণ

সমাজের নিম্ন আয়ের মানুষদের সবাই সাহায্য করলেও বর্তমানে অ’সহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। এই পরিবারগুলো কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পারায় অভাবে দিন পার করছেন। ক’ষ্টে দিন পার করলেও লজ্জায় সাহায্য চাইতে পারছেনা অনেক পরিবার। আর ক’ষ্টে থাকা এই মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর একদল তরুণ কর্মী। নীরবে মধ্যবিত্ত পরিবারের ঘরের দরজার সামনে রাতের আঁধারে খাদ্য সামগ্রী রেখে আসছেন আমরা করবো জয়ের তরুণ স্বেচ্ছাসেবীরা।

নোভেল করোনাভাইরাস মোকাবেলায় গৃহব’ন্দি হয়ে থাকা সমাজের নিম্ন আয়ের মানুষদের সাহায্যের পাশাপাশি এবার সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে খোঁজ নিয়ে কর্মহীন হয়ে পরা মধ্যবিত্ত পরিবারের ঘরের দরজার সামনে খাদ্য সামগ্রী রেখে আসছেন।

এ বি’ষয়ে আমরা করবো জয় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো অ’সহায়ভাবে দিন পার করছে। কেননা শহরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। ফলে এই মধ্যবিত্ত অ’সহায় পরিবারগুলোর জন্য রাতের আঁধারে তাদের ঘরের দরজার সামনে খাবার রেখে চলে আসছেন।

এ সময় আহমেদ সৌরভ আরো বলেন, এই পরিবারগুলো পরিস্থিতির শি’কার। তারা যেন কোন লজ্জার মাঝে না পড়েন সে জন্য রাতের আঁধারে এই পরিবারগুলোর দরজার সামনে খাবার রেখে চলে আসা।

এই বি’ষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শরীফ খান বলেন, এই দু’র্যোগে কোন মানুষ খাদ্যের অভাবে যেন ক’ষ্ট না পায় সে জন্য আমরা সংগঠনের সকলেই আমাদের সাধ্যমতো মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করে চলেছি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ‘আমরা করবো জয়’ সংগঠনটি সমাজের সকল মানুষের পাশে থাকার পাশাপাশি শহরের নিরীহ পশুর খাদ্যের ব্যবস্থা করে চলেছেন।Facebook

No comments

Powered by Blogger.