Header Ads

দোকানপাট বন্ধের সময়সীমা বাড়লো



                             MBC NEWS

           



করোনাভাইরাসের কারণে দেশের দোকানপাট বন্ধের সময়সীমা আবারো বাড়ানো হল। ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল। তবে যথারীতি খোলা থাকবে কাঁচাবাজার, রেস্তোরাঁ, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান। গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দোকান মালিক সমিতি।




সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া ও সহ-সভাপতি তৌফিক এহেসান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধ এবং দোকানমালিকদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে এর আগে কয়েক দফা দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথমে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। এরপর সেটা বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়। এবার বাড়ানো হলো ১৪ এপ্রিল পর্যন্ত।

গতকাল পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৮৮ জন। মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত ৯ জন। আক্রান্ত ৮৮ জনের মধ্যে রাজধানী ঢাকারই ৫২ জন।





Reporter: Mridul Kazi

No comments

Powered by Blogger.