Header Ads

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের আড়াইটন চাল উদ্ধার

              MBC NEWS

               Mridul Kazi




ঝালকাঠি জেলার সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে অসহায় মানুষের জন্য সরকারের দেওয়া আড়াই টন ত্রাণের চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের ঐ সদস্য ঝালকাঠির বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি ।







গতকাল রোববার রাত ৯ টায় জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।



চালগুলো করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য বরাদ্দ করা হয়েছিল। তা কর্মহীনদের মধ্যে বিতরণ না করে বিক্রির জন্য রোববার রাতে সরকারি বস্তা থেকে চাল বের করে সাধারণ বস্তায় ভরা হচ্ছিল বলে প্রশাসন জানায়। বস্তায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচির চাল’ লেখা ছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে জেলা প্রশাসনের এনডিসি আহমেদ হাসান পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে চাল উদ্ধার করেন। তবে ইউপি সদস্য মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান সাংবাদিকদের জানান, আপাতত চাল জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। আটককৃত চালের দাম ১ লাখ টাকা। সোমবার তার কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।



mbc news : Meidul Kazi

No comments

Powered by Blogger.